সেনসিটিভিটির প্রতিকার

অধিকাংশ মানুষই নিজেদের জীবনে কখনো না কখনো দাঁতের সেনসিটিভিটির অনুভূতি পেয়েছি। সাধারণত টক, ঠাণ্ডা, বেশি গরম খাবার খেলে দাঁতে এই শিরশির অনুভূতি হয়।

আমাদের দাঁতে এনামেল নামক এক প্রকার উপাদান থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপাদানটি কোনো কারণে ক্ষয়ে গেলে দাঁতের ভিতরে থাকা স্নায়ুগুলি উন্মুক্ত হয়ে যায়। তখন ঠান্ডা খাবার ও পানীয় এই স্নায়ুগুলির সংস্পর্শে এলে শিরশির করে ওঠে দাঁত।

বেশ কয়েকটি কারণে সেনসিটিভিটি হয়। যেমনঃ জোরে জোরে কিংবা বেশী সময় ধরে দাঁত মাজলে, অথবা বেশী ক্ষারযুক্ত টুথপেস্ট ব্যবহার করলে, বেশী চিনিযুক্ত খাবার খেলে কিংবা নিয়মিত ব্রাশ না করলেও হতে পারে সেনসিটিভিটি।

সেনসিটিভিটি থেকে রক্ষা পেতে নিয়মিতভাবে কিছু অভ্যাস মেনে চলতে হবেঃ যেমন নিয়মিত দাঁত মাজতে হবে, ব্রাশ আস্তে আস্তে করতে হবে, অ্যাসিডিক খাবার খাওয়ার পর পরই মুখ ধুয়ে ফেলতে হবে। আর দাঁত মাজার ক্ষেত্রে সেই সাথে ব্যবহার করতে হবে এমন একটি টুথপেস্ট যাতে আছে এমন সব উপাদান যা দিবে সেনসিটিভিটি থেকে মুক্তি।

ব্যবহার করুন হোয়াইটপ্লাস প্রো-সেনসিটিভ টুথপেস্ট। এই টুথপেস্টে আছে ট্রাই পটাশিয়াম সাইট্রেট এবং জিংক সাইট্রেট – যা সেনসিটিভিটি থেকে মুক্তি তো দিবেই সেই সাথে রিমিনারালাইজেশনে সহায়তা করবে ফলে তা সেনসিটিভিটির ফিরে আসা প্রতিরোধ করবে। তাই দাঁতের সেনসিটিভিটির সমস্যার PROFESSIONAL সল্যুশন পেতে এখন থেকে ব্যবহার করতে হবে হোয়াইটপ্লাস প্রো-সেনসিটিভ টুথপেস্ট।